সবাই মিলে খেলা করি,
মাদক মুক্ত সমাজ গড়ি,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্হাপনায় জেলা ক্রীড়া অফিস নীলফামারীর আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় নীলফামারী সদর উপজেলার পঞ্জপুকুর ইউনিয়নের দারুলহুদা উচ্চ বিদ্যালয় মাঠে ০৬টি বিদ্যালয়ের মাধ্যিমক পযায়ের বালক ও বালিকাদের নিয়ে ০২ দিন ব্যাপী গ্রামীণ খেলা ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩৬ টি ইভেন্টে ০৬ টি বিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগি এতে অংশগ্রহণ করে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব এ্যাড. মমতাজুল হক, চেয়ারম্যা,জেলা পরিষদ,নীলফামারী্ বিশেষ অতিথি ছিলেন জনাব শাহেদ মাহমুদ চেয়ারম্যান,উপজেলা পরিষদ,সদর নীলফামারী। জনাব মো. আরহাজ ওয়াহেদুল ইসলাম সরকার,চেয়ারম্যান পঞ্জপুকুর ইউনিয়ন পরিষদ,সদর,নীলফামরী,জনাব মো. মশিউর রহমান প্রামানিক, সভাপতি,বিদ্যালয় পরিচালনা পরিষদ,দারুলহুদা উচ্চ বিদ্যালয়,সদর,নীলফামরী, জনাব মো. আহাদ আলী প্রধান শিক্ষক,দারুল হুদা উচ্চ বিদ্যালয়, সভাপিতত্ব করেন জনাব মো, আবুল হাসেম জেলা ক্রীড়া অফিসার,নীলফামারী। গ্রামীণ খেলা ও এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার ৩৬ টি ইভেন্টর মধ্যে অন্যতম ১০০ মি.,২০০মি. ৪০০মি. ৮০০মি. ১৫০০মি.দৌড়,দীর্য লাফ,উচ্চ লাফ,বর্ষা নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দড়ি খেলা,মোরগ লড়াই, হাটে হাড়ি ভাঙা,মাবেল দৌড়,বল পাস,বালিশ পাস,যেমন খুশি তেমন সাজো, বদন খেলা ইত্যাদি।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552