মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধ
নেত্রকোনায় জেঁকে বসেছে শীত আর তাতে মারাত্মক দুর্ভোগে পরেছেন নিম্ন আয়ের মানুষ। এসব মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
নেত্রকোনা উপজেলা সদরের মদনপুর ইউনিয়নের কাংশা আশ্রয়ণ প্রকল্প ও শাহসুলতানের মাজারে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সোমবার রাতে কম্বল বিতরন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,জন প্রতিনিধি ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন শেষে শীতের প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করতে এধরনের কার্যক্রম চালু থাকবে বলে জানান জেলা প্রশাসক।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552