আইয়ুব আলী, সিলেট গোয়াইনঘাট প্রতিনিধি:
জাফলং পাথরকোয়ারী হইতে রয়েলিটি আদায় নিষিদ্ধ, তবুও আদায় হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
জাফলংয়ে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন দীর্ঘদিন ধরে বন্ধ, রেখেছেন বাংলাদেশ সরকার । রয়েলিটি নেয়া বন্ধ করে
জাফলং কে পর্যটন নগরী এলাকা ঘোষণা করেন বাংলাদেশ সরকার ।( ইকোলেজিকেলী ক্রিটিক্যাল এরিয়া) ঘোষণা করে বাংলাদেশ সরকার ।
জাফলং নদীতে বারকি শ্রমিকরা ম্যানোয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনে ছিল না কোনো বাধা। ২০২১ সাল থেকে শুনা যায় জাফলং নদীতে বারকি শ্রমিকরা ম্যানোয়েল পদ্ধতিতে পাথর বালু উত্তোলন করা বন্ধ করে গোয়াইনঘাট থানা প্রশাসন ।
, একটি চক্র লাইনের নাম করে রয়েলিটির নামে কূচক্র মহলটি সাইট ব্যবসী দেরকে জিম্মি করে প্রতিদিন রয়েলিটির নামে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে। তাতে বাংলাদেশ সরকার হারাচ্ছেন লক্ষ্য লক্ষ্য, টাকার রাজস্য আয খেটে খাওয়া মানুষের রক্ত চোষে নিচ্ছে । স্থানিয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে লাইন নামক এবাহিনী এসব কাজ চালাচ্ছেন । লাইন নামক সিন্ডিকেটের প্রধান সদস্যরা হলেন শুভাষ,মুজিব ও ইমরান হোসেন সুমন, (জামাই সুমন) এদের রয়েছে বিশাল এক সিন্ডিকেট চক্র,। সিন্ডিকেট প্রধান লাঠিয়াল বাহিনী দিয়ে নিরীহ মানুষের ওপর হামলা মামলার ভয় দেখিয়ে নিরীহ শ্রমিকদের নিকট থেকে প্রতি দিন হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। পুলিশ প্রশাসনকে নামে মাত্র একটি অংশ দিয়ে বাকিটা তাদের পকেটে ঢুকাচ্ছেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552