বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস ক্যামেরায় বিপ্লব সরকার :
টাঙ্গাইলের কালিহাতী থেকে ৯ জানুয়ারি রোজ মঙ্গল বার, টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে কালিহাতী থানার রাস্তার সামনে অবস্থান নেন সদ্য নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এই খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার নেতা কর্মী এসে তার সঙ্গে যোগ দেন এ সময় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়ের পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় রাস্তার দুই ধারে যানজটের সৃষ্টি হয় আব্দুল লতিফ সিদ্দিকীর অবস্থান কর্মসূচির সংবাদ পেয়ে। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ এক ঘন্টা বৈঠকের পর আটককৃত ছয় জনের মধ্যে চারজনের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। সহিংসতায় মামলা এজাহারে দুইজনের নাম থাকায় তাদের দ্রুত আদালতে পাঠানো হয়। অবস্থানের তিন ঘন্টা পর মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ছোট ভাই কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অনুরোধে তিনি অবরোধ প্রত্যাখ্যান করেন। এ সময় নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। কালিহাতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সামান্য আহত হন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552