পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুর-৫ আসনে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি ১৪০টি কেন্দ্রে ১৬৭৪২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল। তিনি ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৪২৮ ভোট। এছাড়াও জাতীয় পার্টির মোঃ নুরুল ইসলাম লাঈল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬৫ ভোট, পিপলস্ পার্টির মোঃ শওকত আলী আম প্রতীকে ১৩৯৪ ভোট ও সতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৬২০১ ভোট।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552