স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে কটুক্তি মূলক বক্তব্য দেওয়া ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো ও নির্বাচনীয় আচরণবিধে লঙ্ঘনের অভিযোগে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান কে আসামি করে করা হয়েছে। মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শওকত হোসেন তপু। জানা গেছে মামলা রুজু হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত এই মেয়র নির্বাচন কমিশনের (ইসি) শুক্রবার ৫ই জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানার ৪ নম্বর মামলায় মতিয়ার রহমান মতিকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে শনিবার ০৪ জানুয়ারি নির্বাচন কমিশনের উপসচিব আব্দুল সালামের স্বাক্ষরিত এক চিঠিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে নিয়ে কটুক্তি মূলক ও সাধারণ ভোটারদের ভয় দেখানো ও নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা কে মতিউর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করতে নির্দেশ দেন। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই হাদী। নির্বাচন কমিশনের ওই চিঠিতে উল্লেখ করা হয় গত ২০ ডিসেম্বর নেওয়ার মতিউর রহমান তার আমতলীতে বাসার সামনে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে কুটুক্তি মূলক বক্তব্য প্রদান করা সহ সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয় ভীতি প্রদান করেন। যা গণপতি নৃত্য তুই ১৯৭২ এর অনুচ্ছেদ তেহাত্তুর দুইয়ের খ ও সাতাত্তুর এক এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধি ৬ এর ওগো ও ১১ এর বিধি বিধান গনের দায়ে কমিশনে প্রতিবেদন দাখিল করে নির্বাচন অনুসন্ধান কমিটি অনুসন্ধান কমিটির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আব্দুস সালাম আমতলীতে পৌর মেয়র মতিয়ার রহমান বিরুদ্ধে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে মামলা দায়ের করতে নির্দেশ প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরগুনার পুলিশ সুপার
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552