ইতিহাস সমৃদ্ধ দেশের প্রাচীনতম গৌরবোজ্জল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিত শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক ভিপি জসীম সরদার, আওয়ামী লীগ নেতা রনজিত কুমার বাড়ৈ, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, কলেজ ছাত্র লীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ, দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ সাংবাদিক ও নেতৃবৃন্দ। দলের প্রতিষ্টা বার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীরা উপস্থিত ছলেন
Leave a Reply