দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার(৪ জানুয়ারি) বিকালে কাউখালী উপজেলার সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
এ সময় মহিউদ্দিন মহারাজ বলেন, প্রথম থেকে গুজব ছড়ানো হচ্ছে, যারা দলীয় মনোনয়ন চেয়েছে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অথচ প্রধানমন্ত্রী গণভবনে ডেকে নিয়ে বলেছেন, কোনো না কোনো কারণে নৌকা একজনকে দেওয়া লাগতে পারে কিন্তু আপনারা যারা মনোনয়ন চেয়েছেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন।
তিনি বলেন, পিরোজপুর-২ আসনের জনগণের প্রয়োজনে আমি নির্বাচনে নেমেছি। আপনারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ভোটকেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতীকে ভোট দিবেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকল ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমি নির্বাচিত হলে কাউখালী হাট বাজারের খাজনা মওকুফ করা হবে এবং উন্নয়নে কোন বৈষম্য থাকবে না ।বিগত দিনে দেখেছেন জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় প্রত্যেকটি উপজেলায় সমহারে বন্টন করেছি কোন বৈষম্য করিনি।আপনারা ৭ তারিখে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঈগল মার্কায় ভোট প্রদান করবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্যগণ প্রমূখ্।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন।
এইচ এম নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার
০১৭১৩৯৬৩৬৭৫
Leave a Reply