মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দুর্গাপুর
গতকাল রাত তিনটার পর মির গঙ্গ বর্ডারের মুখ থেকে আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করা হয়। জানা যায় শাপলগাছির এক ছেলে নাঈমকে নিয়ে গিয়েছে।
নাঈমকে পাচার করতে চেয়েছিলো, যেই নৌকা করে পাচার করতে চেয়েছিলো নৌকাতে আরো ছয়জন ছেলে ছিলো নাঈম তাদের দেখে ভয় পায়। এবং নৌকা থেকে লাফ দিয়ে পালায় নাঈম।
শাপলগাছির ঐ ছেলে নাঈমকে মারধর করে। নাঈম এর পা ফেটে গেছে।
নাঈম কে যখন নৌকাতে তুলতে পারেনি তখন একটি বেল্ট কিনেছিলো মারার জন্য, কিন্তু নাঈম তা দেখে ফেলে তারপর, নাঈমকে নিয়ে কুশাল খেতে নিয়ে যায় মেরে ফেলার জন্য। কুশার খেতে নিয়ে গিয়ে নাঈমকে বলে তুই ঘুমা আমি বসে আছি।
নাঈম বেল্ট কিনতর দেখেছে। ঘুমানোর ভাব করে, তারপর ঐ ছেলের পকেট থেকে যখন বেল্ট পরে যায় তখন নাঈম পা দিয়ে বেল্টটা কাছে নিয়ে লুকিয়ে ফেলে।
নাঈম এর সাইকেল বিক্রি করে ঐ ছেলে একটি ফোন কিনছে, কিন্তু ফোন নিয়ে আসে নি শুধু সিম নিয়ে এসেছে সিম ওই ছেলের কাছে আছে বর্তমানে।
যারা উদ্ধার করছে তারা বলেন শাপলগাছির ঐ ছেলে এর আগেও গেছে ঐখানে।এবং ঐখানের লোকজন বলছেন শাপলগাছির ঐ ছেলের পাচার কারীর সঙ্গে হাত আছে।
নাঈম সাইকেল ঠিক করে বালিকাতে এসেছিলো। তারপর ঐ ছেলে বলেছিলো নাঈম ঐ পার যাবো সাইকেল দে আর তুই পেছনে উঠে বসেক। নাঈম এর আগেও কয়েকদিন আড্ডা দিছে তার জন্য গেছে।
কিন্তু ঐপারে গিয়ে সাইকেল চাইলে জোরে চালায় এবং শিবপুর গিয়ে বলে তুই চলে যা।এদের পাওয়া মির গঙ্গ বর্ডার এর মুখে।
Leave a Reply