মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দুর্গাপুর
রাজশাহী দুর্গাপুরে এক জানুয়ারি নাঈম (১১) নামের এক ছেলে নিখোঁজ। সকালে নাঈম বাসা থেকে বাজারে গিয়েছিলো তার দাদা শরিফ এর কাছ থেকে মাংস আনতে, কিন্তু সে খালি হাতে বাসায় আসে ওর মা জিজ্ঞেস করে মাংস কই ও বলে দাদা মাংস দেয় নি। পরে শরিফকে জিজ্ঞেস করে শরিফ বলে, নাঈম আমার কাছে আসেনি।
তারপর নাঈম তার নিজ বাড়িতে খাবার খেয়ে ওর মা এবং দাদিকে বলে আমি সাইকেল ঠিক করে আনি। এই বলে বাসা থেকে বের হয়ে যায় দূর্গাপুর বালিকা স্কুলের কাছে, সবাই তাকে দেখেছে সকাল সাড়ে দশটার দিকে তারপর কেউ তাকে দেখেনি।
গতকাল রাতে সাইকেল মেকারকে জিজ্ঞেস করেছে, সাইকেল মেকার বলছে আমার কাছে এসেছিলো আমি ঠিক করে দিয়েছি সে ঠিক করে নিয়ে চলে গেছে।
নাঈম এর গায়ে ছিলো গোলাপি রঙের মতো একটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট সাথে ছিলো তার সাইকেল। পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কোন শীতের পোশাক ছিল না শুধু একটা পাতলা গেঞ্জি ছিল।
১ জানুয়ারি রাতে দুর্গাপুর থানাতে জানানো হয়। উক্ত থানা পুলিশ খোঁজার চেষ্টা করতাছে, কিন্তু এখন পর্যন্ত কোন খোঁজ দিতে পারেননি।
Leave a Reply