স্টাফ রিপোর্টারঃ সমাজ সেবায় গড়কে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। প্রথমে একটি র্যালী উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে কক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শিশির দাস. মোঃ হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনসহ অনেকে।
Leave a Reply