আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
“সমাজ সেবায় গড়ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২জানুয়ারী) সকাল সাড়ে এগারোটার দিকে মধুপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু।
এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তাগন সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা( তথ্য আপা) স্বপ্না কর্মকার।
Leave a Reply