সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
‘রাজশাহী সাংবাদিক সংস্থা’ ইংরেজী নববর্ষের প্রথম দিন ১লা জানুয়ারি সোমবার ২০২৪ইং অনুরাগ কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনের যাত্রা শুরু করেছে। সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল এলাকার অনুরাগ কমিউনিটি সেন্টারের মিলনায়তনে জরুরি সভা থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়। জরুরি সভায় গঠন করা হয় ১৫ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি।
সর্বসম্মতিক্রমে দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবর রহমানকে আহবায়ক এবং বণিক বার্তার রাজশাহী প্রতিনিধি ও উত্তরা প্রতিদিনের চিফ রিপোর্টার ফয়সাল আহমেদকে সদস্য সচিব করা হয়। এছাড়া বাকি ১৩ সদস্য হিসেবে রয়েছেন- রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, রাজশাহী নিউজ২৪-এর সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার খন্দকার মো. আখতারুজ্জামান, নয়াকণ্ঠের রাজশাহী ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান লিটন, মানবকণ্ঠের রাজশাহী ব্যুরো চিফ আমিরুল হোসেন শান্ত, ।
সদস্য হিসেবে আরও রয়েছেন- স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো খসরুল অরুণ সাগর নোমানি, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক ইফতেখার আলম বিশাল, বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক জাহিদ হাসান, চ্যানেল ফোর টিভির রাজশাহী ব্যুরো সোমেন মন্ডল, বাংলাদেশ সমাচারের রাজশাহী প্রতিনিধি মো. আল-আমিন, বাংলার জনপদের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান, ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি মো. তুজবুল হক, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি মো. হুমায়ুন কবীর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ সিহাবুল আলম সম্রাট -ডিপিসি বাংলা টিভি, মোঃ আসরাফুল ইসলাম – দৈনিক সকালের শিরোনাম, মোঃ রায়হান ইসলাম -মুভি বাংলা টিভি, মোঃ শাহ্ জামাল, মোঃ পাভেল ইসলাম মিমুল আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে আপোষহীন থাকবে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’। গণমাধ্যমকর্মীদের যেকোনা বিপদে পাশে দাঁড়াবে এ সংস্থা। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ। নতুন সাংবাদিক দের জন্যে থাকবে প্রশিক্ষণের ব্যবস্থা। ব্লাড ডোনেট এর ব্যাবস্থা, সাংবাদিকদের শারীরিক অসুস্থতার জন্যে থাকবে আর্থিক সহায়তা।
সাংবাদিকরা একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সভা শেষে নৈশভোজে মিলিত হন সব সাংবাদিকরা। তৈরি হয় আনন্দঘন এক মনোমুগ্ধকর পরিবেশ।
Leave a Reply