পাথরঘাটা (বরগুনা) সংবাদ:
বরগুনার পাথরঘাটার কাকচিড়া থেকে একটি বাগদাসের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে এলাকাবাসি বনবিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যান। পরে পার্শবর্তী বনে অবমুক্ত করা হয়।
এক স্থানীয় মোঃ মহিবুল জানান আজ সকালের দিকে এক ব্যাটারি চালিত ইজিবাইক ড্রাইভার রাস্তা থেকে যাওয়ার পথে রাস্তার ধারে জালের সাথে জরিয়ে থাকা অবস্থায় বাচ্চাটিকে দেখতে পান। এর পরে তিনি স্থানীয় লোকজনকে জানালে তারা উদ্ধার করে কাকচিড়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখান থেকে পাথরঘাটা বন বিভাগকে খবর দিলে তাদের প্রতিনিধি এসে ওই বাঘডাসটিকে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করতে নিয়ে যান।
বনবিভাগের কাকচিড়া বিট কর্মকর্তা মো. কবির বলেন, লোকালয়ে ওই বাঘডাসটি এলাকাবাসি দেখে খবর দেয়। পরে আমরা উদ্ধার করে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করেছি। তবে এটি যে বাগদাসের বাচ্চা এটি বিট কর্মকর্তা নিশ্চিত করেন ।
Leave a Reply