মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে নতুন বিতরণ করা হয়েছে।
আজ সকালে নেত্রকোনা পৌর শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এসসয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বিপীন চন্দ্র বিশ্বাস,জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুরসহ আরো অনেকে।
এছাড়া জেলা শহরের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল। উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ বছর জেলায় মাধ্যমিক,দাখিল,এবতেদায়ী,ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ ৬ হাজার ৫৭০ টি বই দেয়া হবে এবং প্রাথমিক পর্যায়ে ১৯ লক্ষ ৭৫ হাজার ৪৫৪ বই বিতরণ করা হবে।
এছাড়াও জেলার ১০টি উপজেলায় অনুরূপভাবে বই বিতরণ উৎসব করে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.