মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দুর্গাপুর
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন নৌকার মাঝিরা।
দুর্গাপুর থানা,৬নং মাড়িয়া ইউনিয়নে মেডিক্যাল মোড়ে নৌকার অফিসে ব্যাস্ত সময় পার করছেন নৌকার মাঝিরা।
আগামী সাত তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত এ কথা বলেন নৌকার মাঝিরা। আজ ২৭/১২/২০২৩ বুধবার রাত নয়টার সময় মিটিং করে এ কথা জানান।
খাওয়া দাওয়া, মিটিং সবকিছু মিলিয়েই চলছে ধুমধাম নৌকার ভোট প্রচারনা।শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে নৌকার প্রচার প্রচারণা পরিচালনা হচ্ছে।
আওয়ামী লীগের প্রতিক নৌকা এবং শেখ হাসিনার প্রতিক নৌকা,এই নৌকা প্রতিককে আগামী সাত তারিখে জয়ি করতে নৌকার মাঝিরা দিন রাত কঠর পরিশ্রম করে যাচ্ছেন।
মন ভরা বল শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নৌকার মাঝিরা,ইনশাআল্লাহ আগামী সাত তারিখে নৌকার বিজয় হবেই হবে,জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552