সৈয়দ মহসীন হাবীব সবুজ :
টাঙ্গাইলের কালিহাতীর বাংড়াতে রাত্রীকালীন উঠোন বৈঠকে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সৈয়দ মাহমুদুল হাসান রাজ্জাকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক মহসীন, কালিহাতী কলেজের সাবেক জি এস মো: হাবিবুর রহমান ঠান্ডু। এলাকাবাসী অসংখ্য নারী-পুরুষ।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.