শেখ ফরিদ স্টাফ রিপোটার।
বগুড়ার নন্দীগ্রামে প্রয়াত সাংবাদিক রাজু আহমেদ লিটনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাব অডিটোরিয়ামে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাব সভাপতি আব্দুল বারীক, অনলাইন প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফ, সহ সভাপতি তানসেন আলী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সুলতান মাহমুদ, ইউসুফ আলী, মেহেদী হাসান প্রমুখ। বাদআছর পৌর সদরের কলেজ জামে মসজিদে প্রয়াত লিটনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সাংবাদিক লিটন ২০২২ সালের ২৪ ডিসেম্বর উপজেলার কাথম চকপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি অবিবাহিত ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552