জেলা প্রতিনিধি,নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে জিয়াম (৩৫) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাজীরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়ায় গ্রামের বাসিন্দা ও সৈয়দপুরের এনজিও কর্মী।
প্রদক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, গত দুই মাস আগে একই এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। তিনি সৈদয়পুর শহরে ভাড়া থাকতেন। তাদের মধ্যে ঝগড়া হওয়ায় রাগ করে তার স্ত্রী চলে যায়। এরপর গতরাতে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এবিষয়ে সৈয়দপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।###
Leave a Reply