বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
প্রগতিশীল রাজনীতিবিদ ও একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা সংগঠক মিহির দাশ গুপ্তর ২৩তম স্মরণসভা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান, আপ্যায়ন শেষে বিকেলে বরিশাল মাধ্যমিক শিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন জাতির পিতার ভাগ্নে, মুক্তিযোদ্ধা সংগঠক, দক্ষিনাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশের পদক প্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। স্মরণ সভায় স্মৃতিচারণ করেন স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা মিহির দাশগুপ্তের ছেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. অমিত দাশগুপ্ত, কন্যা সাথী দাশগুপ্ত, সাবেক শিক তারক চন্দ্র দে, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, প্রয়াতের সহচর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার। সভায় বীর মুক্তিযোদ্ধাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply