বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
দেশের অন্যান্য স্থানের মতো বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় স্মরণাতীত কালের গণমানুষের ঢল নেমেছে।কেন্দ্রীয় আওয়ামী লীগের সারাদেশে বিজয় শোভাযাত্রা উৎসবের ঘোষণা অনুযায়ি ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে জাতির পিতার নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুণরায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।বিজয় শোভাযাত্রার পূর্বে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।বিজয় শোভাযাত্রায় অংশ গ্রহন করতে দুপুর থেকেই পাঁচটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ব্যান্ডপার্টিসহ খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে সমবেত হলে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়।স্মরণাতীত কালের নেতা-কর্মীদের সমন্বয়ে শোভাযাত্রায় অংশ নেয়া নেতা-কর্মীরা দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্র্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নরে প্রতীক, স্বাধীনতার প্রতীক “নৌকা” “নৌকা” শ্লোগান দিয়ে র্যালীতে অংশ গ্রহণ করেন।বিজয় শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক সদস্য এ্যাডঃ রনজিত কুমার সমদ্দার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, মোঃ গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুল সরদার,অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, রেমন ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক ও দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলের দশ সহস্রাধীক নেতা কর্মীরা।
Leave a Reply