মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
দুর্বৃত্তটা দেওয়া আগুনে পুড়ে যাওয়ার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন
ঢাকা : নেত্রকোনার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে জানতে চাইলে তেজগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। রাতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে তেজগাঁও স্টেশনে এসেছিল ট্রেনটি।
তারা আরও জানিয়েছেন, ভোর ৫ টার দিকে আগুনের খবর পেয়ে স্টেশনের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এসময় একটি বগি থেকে নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের শিশু মো. ইয়াসিনসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। নিশ্চিত হওয়া যায়নি বাকি দু’জনের পরিচয়।
Leave a Reply