জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিসেমিশন অব নিউ কারিকুলাম শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক অষ্টম ও নবম শ্রেণির শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বিস্তরণে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কারিকুলাম ডিসেমিনেশন স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে গত রবিবার (১৭ ডিসেম্বর) এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
জানা গেছে, নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সকাল ১১টায় ১৫ মিনিটের চা বিরতি, দুপুর ১টায় ১ ঘণ্টা নামাজ ও দুপুরের খাবারের বিরতি এবং সোয়া তিনটায় চা বিরতি থাকবে।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তবারক আলী বলেন,নতুন কারিকুলামে শিক্ষাকে প্রতিযোগিতামূলক নয়, সহযোগিতামূলক করা হয়েছে। পরস্পরের মতের বিনিময় ঘটিয়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোট দুটি কেন্দ্রে (১৭-২১) ও (২৬-২৭) তারিখ মোট ৭ দিন ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭৫ জন শিক্ষক নতুন শিক্ষাক্রম নিয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552