জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
উপজেলার খুনিয়া দিঘি সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল), থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাণীশংকৈল প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর পর সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না , উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) রেজাউল হক,অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552