১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লাল সবুজের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ।
নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
অনেক ত্যাগের বিনিময়ে এসেছে এ এই প্রাথীত বিজয়। লাখ লাখ মানুষের উৎসগীত জীবন, মা-বোনের লুন্ঠিত ইজ্জত ও শ্রেষ্ঠ সন্তানদের খুনের দামে পাওয়া এ স্বাধীনতা।দীর্ঘ পরিক্রমায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে বাংগালী জাতি। মহান বিজয় দিবসে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সকালে রামু স্টেডিয়ামে বিজয় দিবসের কুচ কাওয়াজ অনুষ্ঠাবে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন রামু উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নবাগত নির্বাহী অফিসার আশরাফুল দহাসান, রামু থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত( ওসি)আবু তাহের দেওয়ান।
এই সময় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিস -প্লে অনুষ্ঠিত হয়েছে।
খেলা ধুলার পাশি বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানা প্রদান করা হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
প্রেরক
নুরুল ইসলাম সেলিম
১৬/১২/২৩
কক্সবাজার।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552