সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হতে গিয়ে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়
দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় একই ট্রেনের ধাক্কায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল-এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ও হাতিয়ায় রেলক্রসিং নামক দু'টি স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে অটোভ্যান চালক মো. দেলোয়ার হোসেন (৫৬) ও একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে রিকশাচালক সামছুল (৫৮)।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তারা মারা যান। পরে খবর পেয়ে দেলোয়ারের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
অপরদিকে, সামছুলের মরদেহ ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে থাকে। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ মরদেহ উদ্ধার করে।
এসআই আলী আকবর জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552