জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল উপজেলায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উজধারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফুল মিয়া (৪১), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রিয়াজ আহম্মেদ সবুজ (৩০), মৃত আব্দুল মান্নানের ছেলে মেস্তাাফিজুর রহমান (৪৫), জয়নাল আবেদিনের ছেলে গাজী রহমান (৪৪), মৃত জহিরউদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৬৩) ও জোহাব আলীর ছেলে নুর ইসলাম (৪২) ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের এক ফাঁকা মাঠে গাছের নিচে গুটি খেলার জুয়ার বোড থেকে নগদ অর্থসহ ৬ জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply