সরদার মোরছালিম বাবলা দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় বৃহবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ খ্রিঃ উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায়- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে দিবসটি উপর শহীদদের স্মরণে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক,ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনীন মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply