বি এম মনির হোসেনঃ-
হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক। এদিকে সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় অফিসের সামনে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জনপ্রতিতিনিধিগন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply