মো: রাজিবুল ইসলাম বাবু, নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে সাইফুল ইসলাম নামে এক রসুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৪০) নওয়াপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে, জানা যায় নিহত সাইফুল ইসলাম সে পেশায় একজন রসুন ব্যবসায়ী ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান, সকালে উপজেলার পশ্চিম নওয়াপাড়া গ্রামে জমি নিয়ে বাকবিতন্ডা বাধে একই এলাকার তারাজুলের ছেলে সোহেলের সাথে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে দুজনেই উত্তেজিত হলে সাইফুল ইসলাম হঠাৎ মাটিতে পড়ে অসুস্থ হয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে মৌখাড়া বাজারের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত সাইফুল ইসলামের মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছেন পুলিশ।
মরদেহটির ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান তিনি। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552